Which one is better for freelancing :ফ্রিল্যান্সিং এর জন্য কোনটি বেস্ট?

Which one is better for freelancing আমরা সবাই জানি যে প্রফেশনালি

Freelancing করতে হলে মোবাইল দিয়ে নয় কম্পিউটার অথবা লেপ্টপ থাকতে হবে।

মোবাইল দিয়ে হয়তো বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের কোনো কোনো সেক্টরে কাজ করা যায় তবে তা কম্পিটারের তুলনায় সামান্য ।

তবে প্রফেশনালভাবে freelancing করার জন্য অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকা প্রয়োজন।

মোবাইল দিয়ে কোনো কোনো সাইটে বা অ্যাপে কাজ করতে পারবেন।

হ্যাঁ তবে প্রফেশনালি করতে হলে আপনার অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ থাকা চাই।

এখন প্রশ্ন হলো আমরা দুইটা থেকে কোনটা বেচে নিবো কম্পিউটার নাকি ল্যাপটপ ?

এই প্রশ্নের উত্তরে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব কম্পিউটার কারণ পিসিতে দীর্ঘ সময় কাজ করা যায়,

ল্যাপটপেও করা যায় তবে হ্যাঁ তা বেশি সময় করা সম্ভব হয় না।

সাধারণত অনেকক্ষণ কাজ করার পর ল্যাপটপ গরম হয়ে যায়, আর যদি লেপ্টপ একটু লো কোয়ালিটির হয় তাহলে তো কোনো কথাই নেই.!

কম্পিউটার যেহেতু দীর্ঘ সময় কাজ করা যায় তাই কম্পিউটার বেঁচে নেয়ায় ভালো।

তবে কম্পিউটারের পাশাপাশি একটা লেপ্টপ থাকলে অনেক সুবিধা যেমন বিদ্যুৎ সংযোগ এর প্রবলেম

অথবা আপনি দূরে কোথাও যাবেন, তখন চাইলেই সহজে আপনার থাকা লেপ্টপটি ক্যারি করে নিয়ে যেতে পারেন,

আপনার সময়টাকে কজে লাগানোর জন্যে ।

আর সবথেকে বড় কথা হলো ল্যাপটপ থেকে কম্পিউটারের কাজ অনেক দ্রুত হয়।

আরেকটি বিষয় হলো কম্পিউটারের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং,গ্রাফিক্স ডিজাইন এবং

গেমস সম্পর্কিত কাজগুলো খুব সহজেই করতে পারবেন, তবে হ্যাঁ ল্যাপটপে কাজ করে আপনি খুব সহজেই স্বচ্ছন্দ্যবোধ করবেন

কারণ ল্যাপটপ দিয়ে শুয়ে বসে হেলান দিয়ে সহজেই কাজ করতে পারবেন,

তবে কম্পিউটারে কাজ করে আপনার বোরিং লাগতে পারে।

তবে শুধু কাজের জন্য কম্পিউটার বেস্ট।

এবং কম্পিউটার এ খুব সহজেই সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। কন্তু ল্যাপটপে তা করতে হলে অনেক বেশি বাজেটের প্রয়োজন হবে।

কম্পিউটারে কজ করা যেমন সুবিধা তেমন দাম কম তাই সাধারণত সকলেই সাজেস্ট করে কম্পিউটারকেই আমিও তাই করছি …

https://alhabionline.com/wp-admin/post.php?post=87&action=edit

https://elexmart.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top