Freelancing with mobile made easy সহজে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং

Freelancing with mobile made easy সহজে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং

মোবাইল দিয়ে যে আসলেই ফ্রিল্যান্সিং করা সম্ভব হয়ত অনেকেই মানতে চায়না । তবে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় । তবে প্রফেশনালি কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন । 

মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর অনেক কাজ অই করা সম্ভব এবং এগুলো করে ও ভালো একটা ইনকাম করা সম্ভব। তবে কিছু কিছু কাজ আছে যা মোবাইলে করা কষ্টকর, তবে তা কম্পিউটার দিয়ে খুবই সহজে এবং ফ্রী ভাবে আপনি করতে পারবেন। মোবাইল দিয়ে করতে গেলে আপনাকে সময় একটু বেশি দিতে হবে, যা অনেকের কাছেই ধৈর্য হয় না ।

যাই হোক না কেন তবে হ্যাঁ মোবাইলের মাধ্যমে অবশ্যই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করা সম্ভব । আজকের আর্টিকেলে তা নিয়েই লিখব কিভাবে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন । সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়লে আশা করি আপনি বুঝতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করবেন । 

আমি আজ আপনাদের সাথে এমন কিছু কাজ শেয়ার করব যা সহজেই মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় ।

নিম্নে সহজে মোবাইল দিয়ে ইনকাম করা যায় এমন ৫ টি কাজ দেয়া হল :

  • 1/ ( ব্লগিং)
  • 2/ Content Writing ( কন্টেন্ট রাইটিং)
  • 3/ YouTube ( ইউটিউব )
  • 4/ Graphics Design ( গ্রাফিক্স ডিজাইন ) 
  • 5/ Web Design ( ওয়েব ডিজাইন )

ব্লগিং……

খুব সহজে টাকা ইনকাম এর উপায় হলো মোবাইলে ব্লগিং করা। ব্লগিং মানে আপনি আপনার নিজের বা অন্যদের ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন। যা মোবাইল দিয়েই করা সম্ভব।

কন্টেন্ট রাইটিং

বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরের যে সমস্ত কাজ গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সম্মানজনক কাজ হচ্ছে কন্টেন্ট রাইটিং । 

কন্টেন্ট রাইটিং হচ্ছে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব অল্প সময়ে আপনার স্কিল কে কাজে লাগিয়ে আফনার দক্ষতা দিয়ে অনেক ভালো পরিমানে ইনকাম করতে পারবেন ।

সবার মাঝেই কোনো না কোনো বিষয়ে ভালো ধারণা থাকে, তো সেই বিষয়টাকে আরেকটু ভালো ধারণা নিয়ে আর্টিকেল লিখে ফেলুন, আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ । 

YouTube ( ইউটিউব )

অনেক ইউটুবার এমন আছে যাদের প্রথম যাত্রাটিই শুরু হয় হাতে থাকা মোবাইল দিয়ে।

এবং তাঁরা তাদের কাজের মাধ্যমে ভালো সেলিব্রিটি ইউটুবার ও হয়েছেন।

নিচে মোবাইল দিয়েও ভালো ভিডিও এডিটিং করা যায় এমন কিছু সফটওয়্যার গুলোর নাম উল্লেখ করছি।

  • PowerDirector
  • KineMaster

Graphics Design ( গ্রাফিক্স ডিজাইন ) 

গ্রফিক্স ডিজাইন মোবাইল দিয়ে টুকটাক কাজ করা যায় তবে হ্যাঁ প্রফেশনাল বা ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে হলে অবশ্যই আপনার কম্পিউটার অথবা লেপ্টপ থাকতে হবে কারন কিছু কিছু এ্যাপ আছে এমন যা মোবাইল দিয়ে সব কাজ করা সম্ভব হয় না..

মোবাইল দিয়ে মোটামুটি ডিজাইন করে এবং লোগো তৈরী করে আপনি অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন । মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এবং লোগো তৈরি করা যায় এমন কয়েকটি অ্যাপস হল :

  • Canva
  • pixellab
  • Adobe Spark
  • Adobe Illustrator Draw
  • Google Docse
  • WPS office
  • Microsoft office word

Graphics Design ( গ্রাফিক্স ডিজাইন ) 

  • Canva
  • pixellab
  • Adobe Spark

Web Design ( ওয়েব ডিজাইন )

ওয়েব ডিজাইন শেখার ব্যসিক হলো HTML এবং CSS. যা আপনি মোবাইল দিয়ে খুব সহজে শিখতে পারবেন। তবে হ্যা অ্যাডভান্স লেভেলের শিখতে হলে আপনাকে অবশই কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন ।

Freelancing with mobile made easy সহজে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং

https://alhabionline.com/wp-admin/post.php?post=87&action=edit

https://elexmart.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top