A successful freelancer:একজন সফল ফ্রিল্যান্সার.!

কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়?

 a-successful-freelancerদেশে এখন নামে মাত্র লক্ষ লক্ষ ফ্রিলান্সার, কিন্তু রেগুলার ইনকাম করছে বা ভালো পর্যায়ে আছে এমন ফ্রিলান্সারের সংখ্যা খুবই কম।

এর প্রধান কারণ হল:

বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং কে এই পর্যায়ে ধরা হয়েছে যে সবকিছুতে ব্যর্থ হলেও এখানে এসে সফল হয়ে যাবে,আর মোটা মোটা ইনকাম করবে!

পড়ালেখা কমপ্লিট করতে পারে নাই সমস্যা নেই, ভালো জব খুঁজে পাই নাই, তাতেও কোন সমস্যা নাই কারণ ফ্রিল্যান্সিং তো আছেই.? আর অনেকে তো সেই আশাতে পড়ালেখার গুরুত্ব কমিয়ে দেয়,

তাদের চিন্তা হলো কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়ে বসে পড়লেই দুই এক মাসের ভিতরেই হাজার হাজার ডলার আশা শুরু করে দিবে.! তাদের ধারণা : এটা কি এমন কঠিন কাজ.?

আশা করি কয়দিন দেখলেই হয়ে যাবে।তাছাড়া ইউটিউব তো আছেই আরো আছে সাথে Google প্রয়োজনে সেখান থেকে সব শিখে নেব।

তবে বাস্তবতা হলো এতটা সহজ নয় যা আপনি মনে মনে চিন্তা করছেন আঙ্গুল ফলে কলা গাছ হয়ে যাবে।

যদি বাস্তবে সত্যিই তা এমন হতো.? তাহলে মানুষ জব এর পিছনে ছুটতো না, ফ্রিল্যান্সিং নিয়েই ব্যস্ত থাকতো।

তবে হ্যাঁ আমি এখানে কোনটাকেই ছোট করে দেখতে বলছি না,দুইটাই নিজ অবস্থাতে ঠিক আছে ।

ঠিক নেই শুধু আমরা এবং আমাদের চিন্তা কারণ :

ফ্রিল্যান্সিং কে আমরা খুব সহজ ভাবে নিয়ে নেই,

আর এটাই আমাদের জন্য ব্যর্থতা হয়ে আসে।

কারণ ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমে আমাদেরকে অনেক পরিশ্রম এবং সময় দিতে হয়,

প্রথমেই আমরা এটাকে সহজভাবে নিয়ে নেওয়ার কারণে আমাদের ভালো ফ্রিল্যান্সার হওয়া অসম্ভব হয়ে যায়।

তবে তা অসম্ভব না সম্ভব তার জন্য প্রয়োজন আপনার ধৈর্য এবং চেষ্ট,

হলে অবশ্যই আপনি একজন ভালো এবং সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।

তবে এর জন্য আপনার বেসিক কিছু ধারণা অবশ্যই লাগবে,

ইংরেজিতে পড়তে এবং বলতে পারা অর্থাৎ কমিউনিকেশন করা জানতে হবে।

একদম ফ্লোএন্টিলি জানতে হবে বিষয়টা এমন নয়, তবে কাজ চালিয়ে যাওয়ার মত ধারণা থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারের বেসিক ধারণাও আপনার থাকতে হবে।

অবশ্যই এই সেক্টরে আপনাকে সফল হতে হলে কিছু গাইডলাইন ফলো করতে হবে

এবং সে বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন….

https://alhabionline.com/wp-admin/post.php?post=99&action=edit

https://elexmart.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top